আপডেট: নভেম্বর ২৭, ২০২৫
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর বাউফলে ছাত্রশিবিরের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতা ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ মাওলানা আবদুল গণি।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি লিমন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মোনাজাতে আরও উপস্থিত ছিলেন- পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সভাপতি রাকিবুল ইসলাম নুর, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম ও সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান প্রমুখ।
এর আগে জামায়াত নেতা মাসুদ আগামী ২৮ নভেম্বর বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিতব্য জুলাই শহীদ স্মৃতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

