আপডেট: নভেম্বর ২৮, ২০২৫
কামাল মিয়াজী, চরফ্যাশন,ভোলা।।
ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, গত ১৬ বছর যারা আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছেন এবং আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেছেন, তারা এখন ঐক্যবদ্ধ হয়ে বিএনপির পক্ষে কাজ করুন। বিএনপি কোনো ব্যক্তিগত বা পারিবারিক সংগঠন নয়, এটি গণমানুষের দল।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ৪ টার দিকে চরফ্যাশন ফ্যাশন স্কয়ারে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত বিশাল এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম নয়ন বলেন, আপনারা কোনো ব্যক্তির নেতাকর্মী নন। বিগত ৩২ বছর যাঁর পেছনে রাজনীতি করেছেন বা ভবিষ্যতে করবেন, তারও নেতাকর্মী নন। আপনারা হচ্ছেন বিএনপির নেতাকর্মী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শের অনুসারী।
তিনি আরও বলেন, দল আমাকে চরফ্যাশন-মনপুরা আসনে মনোনীত করে পাঠিয়েছেন। আমি আপনাদের ও জনগণের ভোটে নির্বাচিত হলে ব্যক্তিগত স্বার্থে কারও সঙ্গে অন্যায় করব না। একজন মানুষ সবার মন রক্ষা করতে পারে না, আমি যদি ইচ্ছাকৃতভাবে কারো সঙ্গে অন্যায় করি। আপনারা আমাকে ভুল বলবেন, আমি তা সংশোধনের চেষ্টা করব।
চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মীর শাহাদাত হোসেন সায়েদ এবং সাধারণ সম্পাদক হাবিব নেগাহবান এর নেতৃত্বে চরফ্যাশন উপজেলার ২১টি ইউনিয়ন থেকে মিছিল নিয়ে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। এতে চরফ্যাশন এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এ সময় চরফ্যাশন উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

