২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
বাকেরগঞ্জে কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি শোডাউন, হামলায় আহত-৫ বিএনপি কোনো ব্যক্তিগত বা পারিবারিক সংগঠন নয়, এটি গণমানুষের দল: নুরুল ইসলাম নয়ন বাকেরগঞ্জের কলসকাঠীতে বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বাউফলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রশিবিরের দোয়া মোনাজাত বরিশালে আট দফা দাবি আদায়ে নার্সদের বিক্ষোভ বরগুনায় শিশু ধর্ষণের অভিযোগে একজনের ফাঁসির আদেশ ভোল মাছ বিক্রি হলো ১ লাখ ৮০ হাজারে ‎​ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল-১ আসনে​ ‘ট্রাক’ প্রতীকে লড়বেন ইলিয়াস মিয়া ভোলা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নয়নকে ব্যবসায়ীদের সংর্বধনা

বাকেরগঞ্জে কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি শোডাউন, হামলায় আহত-৫

আপডেট: নভেম্বর ২৮, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জে কলসকাঠী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি শোডাউন ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নবগঠিত কমিটির সদস্য সাইদুল ইসলাম সজল (৩৫) সহ ৫জন আহত হয়েছেন। আহত সজল তালুকদার ঘোষিত কমিটির সভাপতি মিজানুর রহমান নাসিমের অনুসারী।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার কলসকাঠী বাজারে এ ঘটনা ঘটেছে।

সংঘর্ষে জড়ানো একপক্ষ দলটির নবগঠিত কলসকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান নাসিম ও সাধারণ সম্পাদক আল আমিন মোল্লা এবং অপরপক্ষ পদবঞ্চিত সাধারণ সম্পাদক প্রার্থী এইচ এম হাসান ইমাম খোকন ও সদ্যবিলুপ্ত কমিটির আহবায়ক আবুল বাশার বকুলের অনুসারী হিসেবে পরিচিত।

সুত্র জানায়, গত ২২ নভেম্বর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি স্বাক্ষরিত মিজানুর রহমান নাসিমকে সভাপতি ও আল আমিন মোল্লাকে সাধারণ সম্পাদক করে কলসকাঠী ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। শুক্রবার বিকেলে কলসকাঠী বাজারে নবগঠিত কমিটি আনন্দ মিছিল ও ধানের শীষের সমর্থনে প্রচার মিছিলের আয়োজন করে। একই সময় পদবঞ্চিত বিক্ষুব্ধ নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ডাকে। দুই পক্ষের পাল্টাপাল্টি শোডাউনকে কেন্দ্র করে লাঠিসোটা নিয়ে উভয় গ্রুপের নেতাকর্মীরা মহড়া দেয়। নবগঠিত কমিটির সভাপতি মিজানুর রহমান নাসিমের নেতৃত্বে নেতাকর্মীরা ঢাপরকাঠী বাজার থেকে কলসকাঠী বাজারে আসার পথে গোডাউন সংলগ্ন রোডে পদবঞ্চিত বিক্ষুব্ধ নেতাকর্মীরা হামলা চালায়। এতে বিএনপি নেতা সজল তালুকদারসহ ৫জন আহত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮ টা) এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

কলসকাঠী ইউনিয়ন বিএনপির সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক আল আমিন মোল্লা বলেন, তাঁরা নবগঠিত কমিটির নেতাকর্মীদের নিয়ে শুক্রবার বিকেলে কলসকাঠী বাজারে ধানের শীষের সমর্থনে প্রচার মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে জড়ো হওয়ার চেষ্টা করলে পদবঞ্চিত কিছু দুষ্কৃতকারী মিছিলে আসা নেতাকর্মীদের উপর হামলা করেন। এতে বিএনপি নেতা সজলসহ কয়েকজন আহত হয়। পরবর্তীতে প্রশাসনের অনুরোধে মিছিল না করে সংক্ষিপ্ত পথসভা করেন।

পদবঞ্চিত বিক্ষুব্ধ নেতাদের নেতৃত্ব দেয়া সাধারণ সম্পাদক প্রার্থী এইচ এম হাসান ইমাম খোকন বলেন, দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে পকেট কমিটি ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করেন। এ খবর শুনে ঘোষিত কমিটির লোকজন আনন্দ মিছিলের আয়োজন করে। দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাদের সেই আনন্দ মিছিল প্রতিহত করেছেন।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, কলসকাঠী ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা নিয়ে একই সময় দুটি পক্ষের একপক্ষ আনন্দ মিছিল এবং অপরপক্ষ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এতে দুই গ্রুপের মধ্যে রক্ষক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা থাকায় তার নেতৃত্বে পুলিশের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। বিশৃঙ্খলার চেষ্টা করলে কাউকেই ছাড় দেয়া হবে না বলেও তিনি জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network