আপডেট: ডিসেম্বর ১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীর দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এ অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে জরিমানা করেন বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার হাসিবুল হাসান। এ সময় ডেপুটি সিভিল সার্জন শওকত হোসেন উপস্থিত ছিলেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল ইসলাম জানান, বরিশাল নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের বিপরীতে মেট্রো প্লাস ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। সেন্টারের বৈধ কোনো সনদ না থাকায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বৈধ সনদ নিয়ে কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা দিয়ে মুচলেকা রাখা হয়েছে। পরে বিবি পুকুরের পূর্ব পাড়ে অবস্থিত কীর্তনখোলা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অব্যবস্থাপনা ও মেয়াদোত্তীর্ণ সনদের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, দুটি প্রতিষ্ঠানকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় কঠোর আইনিব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে দেওয়া হয়।

