৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় চুয়াডাঙ্গায় বিশেষ দোয়া মাহফিল

আপডেট: ডিসেম্বর ৩, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় চুয়াডাঙ্গা বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলাবাসীর আয়োজনে বুধবার (৩রা ডিসেম্বর) বিকালে জেলা শহরের টাউন ফুটবল মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার কৃতিসন্তান সিঙ্গাপুর প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, বিএনপি নেতা লে. কর্নেল (অব.) সৈয়দ কামরুজ্জামান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জুরুল আলম মালিক লার্জ, সদস্য সচিব সুমন পারভেজ খান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, সাংবাদিক হুসাইন মালিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি জুনাইদ আল হাবিবী। মাহফিলে অংশগ্রহণকারীরা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে ১১ দিন ধরে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর চিকিৎসা চলছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network