আপডেট: ডিসেম্বর ৫, ২০২৫
সেরা আখ চাষির পুরস্কার গ্রহণ করছেন শামীম হুসাইন
টানা ৪র্থ বার কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের সেরা আখ চাষি নির্বাচিত হয়েছেন শামীম হুসাইন। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামের দক্ষিণপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে শামীম হুসাইন একর প্রতি সর্বোচ্চ ৫৭ মে.টন আখ উৎপাদন করায় তাকে আবারও সেরা আখ চাষি নির্বাচিত করা হয়।
কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ২০২৫-২৬ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন উপলক্ষে শুক্রবার (৫ই ডিসেম্বর) বিকালে মিলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিল শেষে শামীম হুসাইনের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
এসময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিএসএফআইসির চেয়ারম্যান (অ.দা.) রশিদুল হাসান, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান প্রমুখ।
শামীম হুসাইন বলেন, ‘আমি ৪ একর জমিতে আখ রোপণ করেছিলাম। কেরুজ কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায়, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ফসলের নিবিড় পরিচর্যা করে আখ চাষিদের মধ্যে আমি একর প্রতি সর্বোচ্চ ফসল উৎপাদন করতে সক্ষম হয়েছি। এই নিয়ে টানা ৪র্থ বারের মতো সেরা আখ চাষি নির্বাচিত হলাম। আগামীদিনেও এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমি সকলের নিকট দোয়া কামনা করছি।’
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

