আপডেট: ডিসেম্বর ৬, ২০২৫
পটুয়াখালী প্রতিনিধি:: জামায়াতে ইসলাম ও বিএনপি নিয়ে দফায় দফায় কথা কাটাকাটির জেরে স্থানীয় জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে একই এলাকার বিএনপির কর্মীর জহিরুল হক লাল মিয়ার (৫৫) বিরুদ্ধে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
আহত পটুয়াখালীর বাউফলের কনকদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড জামায়াত ইসলামীর সেক্রেটারি রাসেদুল ইসলাম রাসেল (৪০)। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে কনকদিয়া বাজারে রাসেদুলের একটি ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে জামায়াত ও বিএনপি নিয়ে দু’জনের মধ্যে কয়েক দফা তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বিএনপি সমর্থিত জহিরুল হক একটি স্ট্যাপলার মেশিন ছুঁড়ে মারলে তা রাসেদুলের বুকে লাগে। এতে তিনি গুরুতর হন। এছাড়াও তার হাতে আঘাতের চিহ্নও দেখা যায়।
এ ঘটনায় অভিযুক্ত জহিরুল হক লাল মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ‘রাসেল আমাকে বলেছিল, যারা বিএনপির নেতা মহির ভাইয়ের সমর্থক, তারা নাকি দলীয় প্রার্থী শহিদুল আলমের মিছিলে যেতে পারবে না। আমি বলি বিএনপি কারো বাপের না। দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই কাজ করবো। পরে আমাকে ক্রিমিনাল বলে গালি দিলে মেজাজ হারিয়ে একটি স্ট্যাপলার মেশিন ছুঁড়ে মারি। তবে মারধর করিনি।’
বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

