৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী যুবকের লাশ এক সপ্তাহ পর হস্তান্তর

আপডেট: ডিসেম্বর ৬, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশী যুবক শহিদুল ইসলাম শহিদের (৩৮) লাশ এক সপ্তাহ পর হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে শনিবার (৬ই ডিসেম্বর) বিকালে সীমান্ত পিলার ৬৪/এমপির নিকট দিয়ে চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়। নিহতের পিতা নস্কর আলী মালিতা এবং ছোট ভাই রুহুল আমিন লাশ শনাক্ত করেন।

পরিবারের পক্ষ থেকে লাশ শনাক্তের পর জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার শাহিনা খাতুন এবং ১নং ওয়ার্ডের মেম্বার সাইফুল ইসলাম পাকুর উপস্থিতিতে নিহতের পিতা এবং আপন ছোট ভাইয়ের নিকট লাশ হস্তান্তর করে জীবননগর থানা পুলিশ।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর বিকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭০/এমপি হতে ২০০ গজ ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করে মাদকদ্রব্য নিয়ে আসার সময় জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের উত্তরপাড়ার নস্কর আলী মালিতার ছেলে শহিদুল ইসলাম শহিদ বিএসএফ এর গুলিতে নিহত হয়।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network