আপডেট: ডিসেম্বর ৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বাকেরগঞ্জ নিয়ামতি নিজ গ্রামে সংবর্ধিত হয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতিনির্ধারনী পরিষদের সদস্য মুহম্মদ মঞ্জুর হোসেন। ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট প্রদান, আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে জাতীয় সাংবাদিক সংস্থার নিয়ামতি উপ-শাখা কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার নীতিনির্ধারনী পরিষদের সদস্য সচিব আবুল বাশার মজুমদার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ সভাপতি ও বরিশাল জেলা সভাপতি এমআর প্রিন্স, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও দৈনিক বর্তমান’র ব্যুরো চিফ মোঃ মামুন-অর-রশিদ, দপ্তর সচিব রাব্বি মোল্লা, প্রচার সচিব মোঃ জাফরুল্লাহ।
নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আঃ মালেক শিকদার, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জবেদ আলী খান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আঃ সালাম মৃধা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন খান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল হক সেলিম উপস্থিত ছিলেন।
এছাড়া জাতীয় সাংবাদিক সংস্থার ঝালকাঠী জেলা সভাপতি এমাদুল হক স্বপন, বাকেরগঞ্জ উপজেলা সভাপতি জাকির জমাদ্দার, দৈনিক বর্তমানের সংবাদিক পারভেজ সরদার সহ বাকেরগঞ্জে সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আঃ রহমান খান।
উল্লেখ্য, জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের সুযোগ্য পুত্র মুহম্মদ মঞ্জুর হোসেন। তিনি বর্তমানে জাতীয় সাংবাদিক সংস্থা পরিচালনা করছেন। তার বলিষ্ঠ নেতৃত্বে দেশ বিদেশে সাংবাদিক সংস্থার সুনাম ছড়িয়ে পড়ছে। দেশব্যাপী বিভিন্ন শাখা উপশাখায় তিনি সফর করে শ্রম দিচ্ছেন।
শুক্রবার তার নিজ গ্রামে এলে এমন সংবর্ধনা দেওয়া হয়। এতে আবেগাপ্লুত হয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বলেন, মরহুম আলতাফ হোসেন আমাদের গর্ব। তার সুযোগ্য পুত্র মঞ্জুর হোসেন আমাদের অহংকার। তার আগমনে এলাকাবসী নিজেদেরকে ধন্য মনে করছে। আগামী দিনে আরো উত্তরোত্তর সাফল্য কামনা করেন তারা।

