৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার

বরিশালে বিএম কলেজ শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আপডেট: ডিসেম্বর ৭, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে নগরীর নথুল্লাবাদ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন। দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে প্রায় এক ঘণ্টা ধরে মহাসড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ থাকে।

শিক্ষার্থীরা জানান, বরিশাল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় ‘বাকসু’ নাম অনুমোদন সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল এবং ব্রজমোহন কলেজ ছাত্র সংসদ নির্বাচনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতির দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। তাদের অভিযোগ, দাবি আদায় না হলে প্রতীকী এই কর্মসূচি ভবিষ্যতে আরও বৃহত্তর রূপ নিতে পারে।

অবরোধের কারণে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network