৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

মাতৃ পরিচয় ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছে ভাণ্ডারিয়ার ওয়াহিদুজ্জামান

আপডেট: ডিসেম্বর ৭, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:: জাতীয় পরিচয়পত্র (এন আই ডি) কার্ডে নিজ মায়ের নামের স্থানে ভুলবশত সৎ মায়ের নাম চলে আসায় নিজের আপন মায়ের পরিচয় হারাতে বসেছে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ওয়াহিদুজ্জামান মিঠু।

ওয়াহিদুজ্জামান মিঠু জানান, আমার পিতা মৃত: বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ ফরাজী, ঠিকানা ভাণ্ডারিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ড জামিরতলা গ্রামে, আমি আমার বাবার প্রথম পরিবারের একমাত্র সন্তান। আমার মা আমার জন্মের প্রায় দুই বছর পরে এক খাদ্য বিষক্রিয়ায় আমার বড় বোনসহ মারা যায়।তারপরে আমি আমার দাদী ও ফুফুদের কাছে বড় হই। পরবর্তী সময় আমার বাবা দ্বিতীয় বিবাহ করেন, সে সংসারে আমার দুটি সৎ ভাই বোন আছে। একটা সময় আমি বিভিন্ন কারণে বাড়ির বাহিরে বের হয়ে যেতে বাধ্য হই। তারপরে আমার সময়গুলো বাড়ির বাহিরে বাহিরেই কাটে।আমি তেমন কোন লেখাপড়া জানিনা, সেজন্য আমার জন্ম সনদ, নাগরিক সনদ বা কোন শিক্ষাগত যোগ্যতা নেই।

সর্ব প্রথম যখন দেশে জাতীয় পরিচয় পত্র (এন আইডি কার্ড) তৈরির কাজ চলে সে সময় আমি বাড়িতেও ছিলাম না। আমার অনুপস্থিতিতে আমার পরিবারের সদস্যরা আমার এনআইডি কার্ড তৈরি করেন এবং সেখানে আমার আসল মা পিয়ারা বেগম এর নামের পরিবর্তে আমার সৎ মা সাজেদা বেগম এর নাম দিয়ে দেন। ব্যাপারটি আমার নজরে আসে জখন আমি আমার সন্তানের বিদ্যালয়ের কাজের জন্য আমার ডিজিটাল জন্ম সনদ করতে যাই। এখন আমার পরিচয় পত্রে আমার মায়ের নাম সংযোজন করার জন্য (আত্মীয় ও বাড়ির উপরের মুরব্বীরা সাক্ষী ছাড়া) বৈধ কোন কাগজপত্র আমার কাছে নাই বিধায় আমি আমার জাতীয় পরিচয় পত্র থেকে সৎ মায়ের নাম বাদ দিয়ে আমার আসল মায়ের নাম সংযুক্ত করতে পারতেছিনা। এ কারণে আমার অন্যান্য কাগজপত্র তৈরি করা, আমার বাবার মুক্তিযোদ্ধার ভাতার প্রাপ্য থেকে বঞ্চিত হওয়া, আমার মামা বাড়িতে আমার ওয়ারিশ প্রতিষ্ঠা করা আমার পক্ষে খুব কঠিন হয়ে গেছে। এখন আমি আমার মায়ের নাম প্রতিষ্ঠিত করার জন্য দ্বারে দ্বারে ঘুরছি কিন্তু কোন প্রতিকার পাচ্ছি না। আমি যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

ওহিদুজ্জামান মিঠুর জাতীয় পরিচয়পত্রে মায়ের নাম ভুল হওয়ার বিষয়টি তার আপন চাচা সিদ্দিকুর রহমান ফরাজী, বাবুল ফরাজী ফুপু আনোয়ারা বেগম সহ অন্যান্য চাচার ফুফুরা সহ তার বাড়ির ও স্থানীয় সকল মুরব্বিরা স্বীকার করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network