৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

জাতি হিসেবে আমরা বিজয়ীদের পাশে দাঁড়াব: সেতু উপদেষ্টা ফাওজুল কবির

আপডেট: ডিসেম্বর ৭, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল ব‍্যুরো:: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আগামী নির্বাচনে যেই বিজয়ী হোক না কেন জাতি হিসেবে আমরা তাদের পাশে দাঁড়াবো।

রোববার দুপুরে বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদীর উপরে মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। উদ্বোধনকালে তার সাথে উপস্থিত ছিলেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।ফাওজুল কবির খান আরও বলেন, “আমাদের একটিই কথা নির্বাচন যেন একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আগের মতন যেন কেউ যাতে ভোটকেন্দ্র দখল না করে। এখন নির্বাচনের বিষয়টি সম্পূর্ণ দেখবেন নির্বাচন কমিশন।”

ভোলার গ্যাস প্রসঙ্গে তিনি বলেন, ভোলার গ্যাস ভোলাতেই ব্যবহার হবে। কোনো বাসা বাড়িতে গ্যাস সরবরাহ করা হবে না।

সেতু বিষয়ক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিভিন্ন কোন্দলের কারণে সেতুর বাস্তবায়ন দেরিতে হয়। যার কারণে সেতুর বাস্তবায়ন ব্যয়ও বৃদ্ধি পায়। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।”

নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, নির্মাণকালে চাঁদাবাজের উৎপাত হয় এবং প্রকল্পের নানা কাজ পাওয়া নিয়ে স্থানীয় সমস্যার সৃষ্টি হয়। যা প্রকল্পের মান ও নির্মাণের মেয়াদের ওপর প্রভাব ফেলে। তাই এই বিষয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানান তিনি।

উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বরিশাল বিভাগীয় কর্মকর্তাসহ স্থানীয় বিভিন্ন দলের নেতাকর্মীরা।বাবুগঞ্জের মীরগঞ্জে আড়িয়াল খাঁ নদীর উপর প্রায় দেড় কিলোমিটার সেতুটি নির্মাণে প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৪৪২ কোটি টাকা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network