৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ জিম্মি জেলে উদ্ধার, হরিণের মাংসসহ শিকারী আটক

আপডেট: ডিসেম্বর ৮, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

মোংলা প্রতিনিধি:: সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ জিম্মি জেলে উদ্ধার ও হরিণের মাংসসহ চোরা শিকারী আটক হয়েছে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত দুলাভাই বাহিনীর সদস্যরা সুন্দরবনের কয়রা নদীর নাগজোড়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে- এ তথ্যের ভিত্তিতে রবিবার রাত ৮ টার দিকে কোস্টগার্ড কয়রা সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। ওই সময় অভিযানকারীরা ওই এলাকা হতে ১ টি একনালা বন্দুক, ১ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড ফাঁকা গুলিসহ ডাকাত দুলাভাই বাহিনীর কাছে জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করে। সে সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ায় কেউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া জব্দকৃত অস্ত্র ও গুলি জব্দের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাত ২টার দিকে কোস্টগার্ড সদস্যরা সুন্দরবনের কয়রা নদীর ময়দাপেশা খাল ও তৎসংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানকারীরা ওই এলাকায় তল্লাশি করে ৭২ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ৩০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ ৪ হরিণ শিকারিকে আটক করে। জব্দকৃত হরিণের মাংস, মাথা, শিকারের ফাঁদ এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এবং বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরণের অভিযান অব্যাহত রাখবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network