আপডেট: জানুয়ারি ১৬, ২০২৬
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের চেকপোস্ট চলাকালীন দেশীয় তৈরি অস্ত্র ও মোটরসাইকেলসহ দুজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ই জানুয়ারি) দুপুর সোয়া ১টার সময় আলমডাঙ্গা পশুহাট সংলগ্ন চুয়াডাঙ্গা-কুষ্টিয়াগামী পাকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন- কুষ্টিয়ার মিরপুর থানার বিরামপুর গ্রামের স্কুলপাড়ার আরেজুল হকের ছেলে ফরজ আলী (৩৮) এবং কুর্শা গ্রামের আনেছ আলীর ছেলে রাজন আলী (২২)।
তাদের হেফাজত হতে উদ্ধার করা হয়েছে ১টি লোহার তৈরী চাপাতি (ধারালো ছোরা সদৃশ), ১টি প্লাস্টিকের বাট যুক্ত ধারালো এন্টি কাটার, ১টি লোহার তৈরি মোটরসাইকেলের চেইন গিয়ার যার পিছনে সুতার রশি যুক্ত, ১টি স্টিলের তৈরি L হ্যান্ডেল সকেট রেঞ্জ এবং ১টি রেজিস্ট্রেশনবিহীন কালো রংয়ের ১২৫ সিসি টিভিএস স্ট্রাইকার মোটরসাইকেল।
আলমডাঙ্গা থানার এসআই ওয়াহিদুল ইসলাম এবং চুয়াডাঙ্গা সদর ট্রাফিক পুলিশের সার্জেন্ট হাসানুল বান্না সঙ্গীয় ফোর্সসহ এ চেকপোস্ট পরিচালনা করেন।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

