১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

সেনা হেফাজতে নিহত ডাবলুর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

আপডেট: জানুয়ারি ১৬, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

সেনা হেফাজতে নিহত চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ই জানুয়ারি) বিকালে জীবননগর উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফির সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর।

এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন ময়েন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক হজরত আলী, সদস্য সচিব মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু তালেব, সদস্য সচিব এখলাছুর রহমান রাসেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরশাফ আলী, সদস্য সচিব সুমন বিশ্বাস, পৌর মৎস্যদলের আহ্বায়ক জাহিদ, সদস্যসচিব বাদশা মিয়া, জেলা ছাত্রদলের সদস্য তৌফিকুজ্জামান শ্রাবণ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোকছেদুর রহমান রিমন, পৌর ছাত্রদলের আহ্বায়ক কিরণ হাসনাত রাসেল প্রমুখ।

উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাতে (১২ই জানুয়ারি) সেনাবাহিনীর হাতে আটকের পর তাদের হেফাজতে থাকাকালীন মৃত্যুবরণ করেন জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু। বৃহস্পতিবার সকাল ১১টার সময় ২য় দফা জানাজা শেষে জীবননগর পৌর কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network