আপডেট: জানুয়ারি ১৭, ২০২৬
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন নারী ও দুই পুরুষসহ মোট পাঁচ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা হতে তাদের আটক করা হয়।
আটক দুজন পুরুষ হলেন- সাতক্ষীরার শ্যামনগর থানার উত্তর কদমতলা গ্রামের মৃত অজিত বাউলিয়ার ছেলে কমলেশ বাউলিয়া (৪৬) এবং হেতালখালী গ্রামের মৃত শচীন চন্দ্র নাথ মণ্ডলের ছেলে দিলীপ কুমার মণ্ডল (২৮)।
শনিবার (১৭ই জানুয়ারি) সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন মাটিলা বিওপির টহল দর বিজিবি হাবিলদার মাইন উদ্দীন আহম্মদের নেতৃত্বে সীমান্ত পিলার ৫৩/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর উপজেলার মাকরধ্বাজপুর গ্রামের কারবালা মেহগুনী বাগানের মধ্যে অভিযান পরিচালনা করে। অভিযানকালে তিন জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। তাদের মধ্যে এক জন নারী ও দুই জন পুরুষ। তারা অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।
এছাড়া শনিবার দুপুর ১২টার দিকে একই ব্যাটালিয়নের অধীন পলিয়ানপুর বিওপির বিজিবি সদস্যরা দায়িত্বপূর্ণ এলাকায় টহলকালে সীমান্ত পিলার ৬০/৮-আর হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর উপজেলার রায়পুর গ্রামের আব্দুল মান্নানের বাঁশবাগানের পাশ থেকে অবৈধভাবে ভারতে গমনকালে দুই জন বাংলাদেশী নারীকে করে। অভিযানে নেতৃত্বে দেন নায়েব সুবেদার রমজান আলী।
এসব ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের ও হস্তান্তর করা হয়েছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

