আপডেট: জানুয়ারি ১৮, ২০২৬
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন সরিষা দিয়ে তেল তৈরি ও প্রতিশ্রুত সরিষার তেল বাজারজাত না করায় মেসার্স জয় গোপাল ওয়েল, চিড়া ও মুড়ি মিলকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১৮ই জানুয়ারি) বিকালে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
তিনি জানান, রবিবার বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় এলাকায় খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় ইদুরের বিষ্ঠা, মরা পোকা ও ময়লামিশ্রিত সরিষা দিয়ে তেল তৈরি ও প্রতিশ্রুত সরিষার তেল বাজারজাত না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারায় অসীম কুমার অধিকারী-এর প্রতিষ্ঠান মেসার্স জয় গোপাল ওয়েল, চিড়া ও মুড়ি মিলকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে প্রতিষ্ঠানটিকে ভালো মানের পরিচ্ছন্ন সরিষা দ্বারা তেল বাজারজাত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য অফিসার সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

