২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

চুয়াডাঙ্গায় তিন প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা

আপডেট: জানুয়ারি ১৯, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে তিন প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৯শে জানুয়ারি) বিকালে শহরের হাসপাতাল রোড ও বড়বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

তিনি জানান, সোমবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের হাসপাতাল রোড ও বড় বাজার এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে স্বাস্থ্য সনদ না থাকা ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি করার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় রতন বিশ্বাসের হোটেল মুসলিম ফুডকে ২৫ হাজার টাকা এবং স্বাস্থ্য সনদ না থাকা ও খাদ্যে কাঁচা চামড়ায় ব্যবহৃত লবণ ব্যবহার করার জন্য রনি আলমের মেসার্স হোটেল কুটুম বাড়ি খাওয়া ঘরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া জাফর রঙ হিসেবে কাপড়ের রঙ ও নিষিদ্ধ কেওড়া জল বিক্রয়ের কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় শ্রী গৌরচন্দ্র বসুর প্রতিষ্ঠান মেসার্স গৌতম স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় আরও কয়েকটি খাদ্য পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও ডিপার্টমেন্টাল স্টোরে তদারকি করে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতায় করেন নিরাপদ খাদ্য অফিসার সজীব পাল, পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network