আপডেট: জানুয়ারি ২০, ২০২৬
ভোলা প্রতিনিধি: চরফ্যাশনে জ্বালানি তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ জানুয়ারি) চরফ্যাশন উপজেলায় বি আর ডি বি এলাকায় অবস্থিত সবুজ মিয়ার মালিকানাধীন জ্বালানি তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চরফ্যাশনের সহকারী কমিশনার( ভূমি) এমাদুল হোসেন
এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত জ্বালানি তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানটিকে লাইসেন্স না থাকা,অনুমোদিত লোগো না থাকা ও ওজনে কম দেওয়ায় এক লক্ষ টাকার অর্থদণ্ড দেয় এবং লাইসেন্স সংগ্রহ করা পর্যন্ত জ্বালানি তেল বিক্রয় কার্যক্রম বন্ধ রাখতে হবে মর্মে আদেশ দেয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় পুলিশ, বিএসটিআই এবং বিস্ফোরক পরিদপ্তর এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে , একই দিন বিকালে অবৈধ উপায়ে কয়লা উৎপাদন করায় দুলার হাটের নুরাবাদে একটি কয়লা কারখানাকে ভেঙে দেন ভ্রাম্যমাণ আদালত ।

