আপডেট: জানুয়ারি ২১, ২০২৬
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে ৮৪০ বোতল ফেন্সিডিলজাতীয় নতুন মাদকদ্রব্য এসকাফসহ (Eskuf) দুজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম। বুধবার (২১শে জানুয়ারি) সকালে উপজেলার নাটুদহ ইউনিয়নের জগন্নাথপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় জব্দ করা হয় মাদক পাচারকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি বাটন ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।
আটক দুজন হলেন- রাজবাড়ী সদর থানার লক্ষ্মীকোল গ্রামের মৃত জব্বার সরদারের ছেলে সাইদুল সরদার (৩৯) ও বিনোদপুর গ্রামের কেয়াম উদ্দীন মল্লিকের ছেলে শহিদুল ইসলাম (৩৫)।
বুধবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই আশরাফুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ বুধবার সকাল ৬টার দিকে দামুড়হুদা থানাধীন নাটুদহ ইউনিয়নের জগন্নাথপুর বাজারপাড়া মসজিদের সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য উদ্ধার ও নিয়মিত চেকপোস্ট ডিউটি পরিচালনা করছিলেন।

এসময় সন্দেহজনক একটি প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো-গ-৩৯-৯৭০৫) থামার জন্য সংকেত দেওয়া হলে গাড়ির চালক সংকেত অমান্য করে পাশে থাকা ডিবির অভিযানিক টিমের ভাড়ায় ডিউটিরত মাইক্রো গাড়িকে সজোরে আঘাত করে গাড়িটিকে ক্ষতিগ্রস্থ করে বের হয়ে যাওয়ার চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সদের সহায়তায় প্রাইভেটকারটি আটক করা হয়।
আটককৃত প্রাইভেটকারের মধ্যে থাকা ড্রাইভার ও অন্য একজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদের আটকপূর্বক প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৮৪০ বোতল নেশাজাতীয় কথিত মাদকদ্রব্য এসকাফ। যার আনুমানিক মূল্য ২৫ লাখ ২০ হাজার টাকা। এছাড়া জব্দৃকত প্রাইভেটকারের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের জানান, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

