আপডেট: জানুয়ারি ২১, ২০২৬
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: নিজ এলাকার উন্নয়ন নিয়ে বরাবরই চিন্তা করেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কৃতি সন্তান অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন ও বাকেরগঞ্জ ন্যায় সংঘ উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান টিএম জহিরুল হক তুহিন। তিনি শুধু নিজের ব্যবসা বাণিজ্য কিংবা পরিবারের দায়িত্ব পালন করেই থেমে থাকেন না; বরং সবসময় ভাবেন, কিভাবে তার জন্মভূমির মানুষ একটু ভালোভাবে বাঁচতে পারে। কিভাবে বাকেরগঞ্জ উপজেলার উন্নয়ন করা যায়।
বাকেরগঞ্জ উপজেলার স্কুল-কলেজের উন্নয়ন, সড়ক-মেরামত, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন কিংবা সাধারণ মানুষের মৌলিক সমস্যা সমাধান প্রতিটি বিষয়েই তিনি যথেষ্ট আন্তরিক। সহকর্মী ও এলাকাবাসীর মতে, নিজের এলাকার প্রতি জহিরুল হক তুহিনের টান ও দায়বদ্ধতা অসাধারণ।
এলাকা নিয়ে তার পরিকল্পনা ও বিভিন্ন সময় তার ফেসবুক পোস্টে প্রকাশ পায় এলাকার উন্নয়নে তার আগ্রহ ও আত্মনিবেদন। এলাকার অনেকেই বলছেন, এ যেন একজন ভালো মানুষের জীবনের অন্যতম গুন, যেখানে নিজের এলাকা নিয়েই তিনি সর্বদা ভাবেন।
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস জানান, দেশের সাংস্কৃতিক অঙ্গনে অগ্নিসংরার সোশ্যাল ফাউন্ডেশনের চেয়ারম্যান টিএম জহিরুল হক তুহিন রয়েছে নীরব পদচারনা। তিনি একজন দায়িত্বশীল, সততা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আর স্থানীয়রা তাকে মনে করেন এলাকার অতি আপনজন।
সাংবাদিকদের সাথে আলাপকালে জহিরুল হক তুহিন জানান, বাকেরগঞ্জ উপজেলায় তৃণমূলে রাস্তা ভাঙন, নদী ভাঙ্গন ও জলাবদ্ধতা দূরীকরণে উন্মুক্ত রেখেছেন নিজ অফিসের দরজা। সমস্যা শুনে সমাধানের চেষ্টা করবেন সাধ্যমত। যতদিন তিনি বেঁচে থাকবেন, আজীবন বাকেরগঞ্জ উপজেলাবাসীর সেবা করে যাবেন।

