আপডেট: জানুয়ারি ২৩, ২০২৬
ডিবির অভিযানে গাঁজাসহ আটক কামাল হোসেন
চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাঁজাসহ কামাল হোসেন (৪২) নামের একজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম।
শুক্রবার (২৩শে জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে দর্শনা থানার আকন্দবাড়ীয়া আবাসন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কামাল হোসেন জীবননগর থানার উথলী গ্রামের মালোপাড়ার ইসহাক মণ্ডলের ছেলে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই আবু হেনা মো. মোস্তফা কামাল সঙ্গীয় অফিসার ফোর্সসহ শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে দর্শনা থানার আকন্দবাড়ীয়া আবাসন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে আবাসনের সামনের ইটের সলিং রাস্তার উপর হতে কামাল হোসেন নামের একজনকে আটক করা হয়। এসময় তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৭০০ গ্রাম গাঁজা।
এ ঘটনায় আটক কামাল হোসেনের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

