আপডেট: অক্টোবর ২৮, ২০২০
অলিউল্লাহ খান:: বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের খয়রাবাদ খেয়াঘাট থেকে প্রতিদিন আনুমানিক পাঁচশত মানুষ যাতায়েত করে বিভিন্ন স্থানে । জনসাধারণের ভোগান্তি, হয়রানী ও অধিক টাকা দিয়ে পাড় হতে হয়। দিনটা যেমন তেমন হলে সন্ধ্যায় আরও বেপরোয়া গতিতে বেড়ে যায় অতিরিক্ত ভাড়া আদায়।মোঃ আবুল কালাম অভিযোগ করেন খয়রাবাদ খেয়া ঘাট থেকে জন প্রতি ৫ টাকার ভাড়া ১০ টাকা করে আদায় করছে। ইজারাদারদের কাছে জিম্মি হয়ে পরছে সাধারন মানুষ। প্রতিবাদ করলে সম্মুখীন হতে হয় অনাকাঙ্খিত ঘটনার।
খয়রাবাদ খেয়া ঘাটের দুর্ভোগ, ভোগান্তি থেকে রক্ষা পেতে উধ্বর্তন কর্মকর্তার সু-দৃস্টি কামনা করছেন ভুক্তভোগীসহ এলাকার সকল জনসাধারন।

