২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
খাগড়াছড়িতে সহস্রাধিক চাকমা নেতাকর্মীর বিএনপিতে যোগদান বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক স্ত্রীর যৌতুক মামলায় চিকিৎসক স্বামী গ্রেপ্তার

আপডেট: এপ্রিল ১৩, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

pinterest sharing button

whatsapp sharing button
sharethis sharing button

শামীম মীর, গৌরনদী।। যৌতুকের জন্য স্ত্রীকে মারধর করার অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. টিপু সুলতান (৩২)-কে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।

এ ঘটনায় তার স্ত্রী ডা. মিলাদুজ্জাহান ইরা (২৮) বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় যৌতুক আইনে মামলা দায়ের করেছেন। ডা. মিলাদুজ্জাহান ইরাও গৌরনদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন।

মামালার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৩ আগষ্ট গৌরনদী উপজেলার নলচিড়া গ্রামের মো. বাদশা ফকিরের পুত্র ডা. টিপু সুলতানের সাথে বিয়ে হয় কুমিল্লা দক্ষিণ সদর উপজেলার দৈয়ারা গ্রামের আ. আলিমের কন্যা ডা. মিলাদুজ্জাহান ইরার সাথে। বর্তমানে তারা দুই জনই গৌরনদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত রয়েছেন।

বাদী অভিযোগ করেন ১০ লাখ টাকা যৌতুকের জন্য তার স্বামী ডা. টিপু সুলতান তাকে প্রায়ই মারধর করতো এবং প্রাণ নাশের হুমকি দিত। নিরুপায় হয়ে মঙ্গলবার রাতে তিনি যৌতুকের জন্য মারধর ও হত্যার চেষ্টার অভিযোগ এনে গৌরনদী মডেল থানায় ডা. টিপু সুলতান ও তার বাবা বাদশা ফকিরকে আসামী করে মামলা দায়ের করেন। রাতেই পুলিশ ডা. টিপু সুলতানকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্র্তা ডা. সাইয়েদ মো. আমরুল্লাহ’র বলেন, আমি এ বিষয়টি নিয়ে বরিশালের সিভিল সার্জনের সাথে যোগাযোগ করেছি। অতি তাড়াতাড়ি মেডিকেল অফিসার টিপু সুলতানকে সাময়িক বরখাস্ত করা সহ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network