২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

গৌরনদীতে পাঁচটি ককটেল উদ্ধার

আপডেট: আগস্ট ২৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদীতে পাঁচটি ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ।। বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের খাঞ্জাপুর গ্রামের একটি বাড়ি থেকে মাটি খুড়ে পাঁচটি ককটেল উদ্ধার করে তা নিস্ক্রিয় করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিস্ক্রিয় বিশেষজ্ঞ দল।
গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব হাওলাদার জানান, খাঞ্জাপুর গ্রামের স্থানীয় লোকজন গত বৃহস্পতিবার মুঠো ফোনে গৌরনদী মডেল থানা পুলিশকে জানায় ওই গ্রামের হাচেন আলী মৃধার পুত্র সোবাহান মৃধার বসতঘরের পূর্বপাশে বাথরুম সংলগ্ন মাটির নিচে বোমা পুঁেত মজুদ রাখা হয়েছে। ওইদিন বিকেলে পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে মাটি খোড়ার কিছু আলামত দেখতে পেয়ে ওই স্থানটিতে লাল ভিতা টাঙিয়ে পাহারা বসিয়ে নজর দারিতে রাখা হয়। পরবর্তীতে যথাযথ কতর্ৃপক্ষের মাধ্যমে বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিস্ক্রিয় বিশেষজ্ঞ দলকে অবহিত করা হয়। শনিবার বাংলাদেশ সেনাবাহিনীর ২২ ইঞ্জিনিয়ার্স টেকনিশিয়ান বোমা নিস্ক্রিয় বিশেষজ্ঞ দল ক্যাপ্টেন শাতিল আহম্মেদের নেতৃত্বে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে লাল টেপ মোড়ানো পাঁচটি জদ্দার্র কৌটা উদ্ধার করেন। যার মধ্যে সালফার ও জালের ব্যবহৃত লোহার কাঠি ছিল যা নিস্ক্রিয় করা হয়েছে। ওইদিন বিকেল তিনটার দিকে অভিযান সমাপ্ত ঘোষনা করা হয়।
গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, ককটেল উদ্ধারের বিষয়ে তদন্ত চলছে। পরবতর্ীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network