২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

জি-২০ সম্মেলনে রাশিয়ার যুদ্ধের সমাপ্তি চাইলেন জেলেনস্কি

আপডেট: নভেম্বর ১৫, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক::

রাশিয়ার ‘ধ্বংসাত্মক যুদ্ধ’ এর সমাপ্তি চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বালিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে ভিডিও লিংকের মাধ্যমে অংশ নিয়ে বিশ্ব নেতাদের উদ্দেশে তিনি এই মন্তব্য করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়ার ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধ করার এখনই সময়। যুদ্ধ বন্ধ হলে হাজার হাজার প্রাণ বাঁচবে আমি নিশ্চিত।’

রাশিয়ার প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে উদ্দেশ্য করে জেলেনস্কি মস্কোকে পরিত্যাগ করার আহ্বান জানান।
জেলেনস্কি বলেন, কোনো অজুহাতে পারমাণবিক ব্লাকমেইল করা যেতে পারে না। জি-২০ সম্মেলনে রাশিয়াকে বাদ দেওয়া হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘ধন্যবাদ জি-১৯কে। কোনোভাবেই পারমাণবিক ব্লাকমেইল করা যেতে পারে না এটা স্পষ্ট করার জন্য ধন্যবাদ।

ইন্দোনেশিয়ার বালিতে মঙ্গলবার অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অংশ নিচ্ছেন না। তবে তার পরিবর্তে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সম্মেলনে উপস্থিত আছেন। সূত্র: বিবিসি

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network