২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
খাগড়াছড়িতে সহস্রাধিক চাকমা নেতাকর্মীর বিএনপিতে যোগদান বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে

জীবননগরে সাংবাদিকদের মানববন্ধন

আপডেট: জুলাই ২৮, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুরের মেহেরুন্নেসা শিশু পার্কের নামে পার্কের আড়ালে মিনি পতিতালয় বানিয়ে দেহ ব্যাবসা করার বিরুদ্ধে দৈনিক জনবাণী পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে পত্রিকাটির সম্পাদক শফিকুল ইসলাম (শফিক), জ্যেষ্ঠ প্রতিবেদক বশির হোসেন খান, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকনসহ পাঁচ সাংবাদিককে পাঠানো ১০০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ প্রত্যাহার এবং দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান কর্তৃক দৈনিক সকালের সময় পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শামীম রেজা লাঞ্ছিত হওয়ার প্রতিবাদ ও বিচারের দাবিতে চুয়াডাঙ্গার জীবননগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮শে জুলাই) সকাল ১০টার সময় জীবননগর সাংবাদিক সমিতির আয়োজনে জীবননগর পৌরশহরের বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি এ জাহিদুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং দৈনিক সকালের সময় পত্রিকার জীবননগর প্রতিনিধি মহিবুল ইসলাম মুকুলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জীবননগর প্রেস ক্লাবের সভাপতি এম আর বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর জামাল হোসেন খোকন, সাবেক সভাপতি আতিয়ার রহমান, দামুড়হুদা প্রেস ক্লাবের সভাপতি এম নুরুন্নবী, দর্শনা প্রেস ক্লাবের সভাপতি আউয়াল হোসেন, কার্পাসডাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, দৈনিক এই আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার এইচ এম হাকিম, দৈনিক জনবাণী পত্রিকার স্টাফ রিপোর্টার মাসুরা টুনি।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত সাংবাদিকরা হামলা, মামলা ও হেনস্তার শিকার হচ্ছেন যা কোনভাবেই মেনে নেওয়া যায় না। কয়েকদিন আগে তথ্য জানতে চাওয়ায় দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা কর্তৃক লাঞ্ছিত হয়েছেন দৈনিক সকালের সময় পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শামীম রেজা। আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আল্টিমেটাম দিচ্ছি সাংবাদিক শামীম রেজাকে লাঞ্ছিতকারী দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানকে অন্যত্র বদলি এবং এই ধরনের ঘৃণিত কাজের জন্য শাস্তির আওতায় আনতে হবে। এছাড়া দামুড়হুদার ইব্রাহিমপুরের মেহেরুন্নেসা পার্কের অনৈতিক কাজের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ৫ জন সাংবাদিকদের নামে যে ১০০ কোটি টাকার মিথ্যা মানহানির লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে তা যেন প্রত্যাহার করা হয়। অন্যথায় চুয়াডাঙ্গা জেলার সকল সাংবাদিকবৃন্দ আরও কঠোর কর্মসূচি হাতে নিতে বাধ্য হবে।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন হাসাদাহ প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমান, বাংলা টিভির জেলা প্রতিনিধি মামুন মোল্লা, মাই টিভির জীবননগর উপজেলা প্রতিনিধি মিথুন মাহমুদ, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার এম.এ.আর নয়ন, দৈনিক সকালের সময় পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শামীম রেজা, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি এ,আর ডাবলু, দৈনিক আকাশখবর পত্রিকার জীবননগর ব্যুরো প্রধান মুতাছিন বিল্লাহ, দৈনিক সকালের সময় পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শামীম রেজা, দামুড়হুদা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জীবননগর প্রতিনিধি এম.এইচ.সম্রাট, সাংবাদিক আজিজুর রহমান, নুর আলম, রফিক শাহ, আসহাবুল আলম, আহম্মেদ সগীর, লিটন, জাহিদ হাসান, আতিয়ারসহ জেলার বিভিন্ন স্থানের সাংবাদিকবৃন্দ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network