আপডেট: নভেম্বর ২৪, ২০২৩
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর ডটকম
জীবননগরের উথলীতে চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সময়ের সমীকরণের উথলী প্রতিবেদক রাসেল হোসেন মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে শুক্রবার (২৪শে নভেম্বর ২০২৩ খ্রি.) বিকালে উথলী প্রেস ক্লাবে কেক কেটে পত্রিকাটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
সময়ের সমীকরণের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সময়ের সমীকরণের জীবননগর ব্যুরো প্রধান জি এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু, উথলী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, জীবননগর প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সালাউদ্দীন কাজল, কালের কণ্ঠ পত্রিকার জীবননগর প্রতিনিধি জহিরুল ইসলাম এবং উথলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান পিল্টু।
উথলী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সময়ের সমীকরণ সহকারী ডেস্ক ইনচার্জ রিপন হোসেন, উথলী ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান লুতু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উথলী ইউপির ৪নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম, সকালের সময়ের জীবননগর প্রতিনিধি এম আই মুকুল, জীবননগর সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মুতাছিন বিল্লাহ, সদস্য শাকিল হাসান, সময়ের সমীকরণের আন্দুলবাড়ীয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম মামুন, উথলী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এ আর ডাবলু, সাংগঠনিক সম্পাদক হাসান আহম্মেদ, প্রচার সম্পাদক এম এইচ সম্রাট, দপ্তর সম্পাদক হাফেজ আবুবকর সিদ্দিক, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী সদস্য আহাম্মদ সগীর, চুয়াডাঙ্গা পরিবার ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক নাঈমুর রহমান খান প্রমুখ।
প্রতিবেদক: আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার।

