নিজস্ব সংবাদদাতা:: বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন বাকেরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ(ওসি) আবুল কালাম আজাদ,পুলিশ সুপার জনাব শরিফ উদ্দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে(ওসি)আবুল কালাম আজাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন, বরিশাল জেলার সকল থানার মধ্যে(ওসি)আবুল কালাম আজাদকে সামগ্রিক কর্মতৎপরতায় বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে এ নিয়ে চতুর্থ বারের মত বাকেরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ(ওসি)আবুল কালাম আজাদকে।
এ বিষয়ে ওসি আজাদ বলেন, জনগণকে আরও বেশি সেবা দিতে পারি ও আমায় শ্রেষ্ঠ(ওসি)নির্বাচিত করায় জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শরিফ উদ্দিন স্যারকে ধন্যবাদ কৃতজ্ঞতা পোষণ করেন ও অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ)ও সদর সার্কেল সহ সকল কর্মকর্তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন, এই সাফল্য শুধু আমার না বাকেরগঞ্জ থানার সকল সহকর্মীর বলে জানিয়েছেন।