আপডেট: এপ্রিল ৮, ২০২০
অনলাইন ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় তার বাড়ির আশপাশের প্রায় ৪০ পরিবারকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন।মঙ্গলবার রাতে ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামানকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়।
জানা যায়, আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়ন বৈরাগী ভাওড়া গ্রামে। তিনি রোববার নারায়ণগঞ্জ থেকে মির্জাপুরে নিজ বাড়িতে ফেরেন। তিনি সেখানে একটি ক্লিনিকে কাজ করতেন। পরে রাতেই তার বাড়ির আশপাশের প্রায় ৪০ পরিবারকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন।এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান বলেন, সোমবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য ঢাকায় পাঠানো হয়। পরে সেখান থেকে গতকাল রাতে ফোন করে জানানো হয় ওই ব্যক্তির করোনাভাইরাস পজিটিভ এসেছে। বুধবার ওই রিপোর্টটি হাতে পাব।
এ ব্যাপারে উপজেলা পরিবার-পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, মির্জাপুর উপজেলার বৈরাগী ভাওড়া গ্রামের এক ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে করোনা পজিটিভ আসায় রাতেই তাকে কুয়েতমৈত্রী হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক জানান, ওই গ্রামের একটি পাড়া লকডাউন করা হয়েছে, সেখানে প্রায় ৪০ পরিবার রয়েছে। ওই এলাকা থেকে কেউ বের হতে পারবেন না, আবার কেউ প্রবেশ করতে পারবেন না বলে তিনি জানান।

