২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে গৌরনদীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক সন্দেহে মা’র’ধ’র, আহত-৬ বাকেরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি দোকান পুড়ে ছাই দুধ দিয়ে গোসল করে বিএনপি ছেড়ে ৩০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান হিজলা-মেহেন্দিগঞ্জের প্রান্তিক ভোটাররা ঝুঁকছেন দাঁড়িপাল্লার দিকে বেয়াদবি করলে আগুনের ফুলকি দেখতে পাবা: ডা. শফিকুর রহমান গৌরনদী বার্থী ইউনিয়নে জহির উদ্দিন স্বপনের ব্যাপক গণসংযোগ বাকেরগঞ্জের ইউএনও, সার্কেল এএসপি ও পুলিশ ফাঁড়ির ইনচার্জদের প্রত্যাহারের দাবি

দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে পিআর পদ্ধতির বিকল্প নেই: চরমোনাই পীর

আপডেট: জুলাই ২৪, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পির সাহেব চরমোনাই) বলেছেন, বাংলাদেশকে দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজি মুক্ত করতে হলে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক (পিআর) নির্বাচন পদ্ধতি চালুর কোনো বিকল্প নেই।প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ সময় মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষ গত ১৬ বছরের সন্ত্রাস, দুর্নীতি, গুম-খুন, স্বৈরাচার, ফ্যাসিস্ট ও বিভিন্ন অপসংস্কৃতির গ্লানি থেকে মুক্তি চায়।

ইসলামী আন্দোলন পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহহিয়ার সভাপতিত্বে বৃহস্পতিবার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, পিরোজপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নজরুল আহসান, ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মু. হাফিজুল ইসলাম, জেলা জাতীয় ওলামা মাশায়েক ও আইম্মা পরিষদের সভাপতি মু. মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মু. তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মু. আরিফুল ইসলামসহ জেলা ও উপজেলার নেতারা।

আমির রেজাউল করীম এ সময় আরও বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছে। স্বাধীনতাপরবর্তী যারাই ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, তারা জনগণকে হতাশ করেছে চরমভাবে। মানবরচিত মতবাদের মাধ্যমে এই স্বপ্ন সম্ভব নয়। তাই স্বাধীনতাকামী, মুক্তিকামী মানুষকে ইসলামের পতাকাতলে সমবেত হতে হবে। একজন সচেতন মুসলমান ইসলামকে উপেক্ষা করে মানবরচিত মতবাদে বিশ্বাসী হতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাইকে সেই আহ্বান জানাচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network