২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

নতুন অতিথি আসছে কোহলি-আনুশকার ঘরে

আপডেট: আগস্ট ২৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফাইড পেজে একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, কালো কাপড়ে সাদা বল প্রিন্টের গাউন পরে আছেন আনুশকা। তার বেবি বাম্প দেখা যাচ্ছে। পেছনে ছাই রঙা টিশার্ট পরে দাঁড়িয়ে আছেন বিরাট কোহলি। স্বামী-স্ত্রী দুজনকেই হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে।

পোস্টে আনুশকা লিখেছেন- ‘অতঃপর আমরা তিনজন হতে যাচ্ছি! আসছে ২০২১ সালে।’ছবিটি পোস্ট করার পরপরই সেটি হু হু করে ভাইরাল হতে শুরু করে। এখন পর্যন্ত ছবিতে ২ লাখ ১৪ হাজার জন লাইক দিয়েছেন। কমেন্ট করেছেন ১১ হাজারেরও বেশি মানুষ। ছবিটি শেয়ার হয়েছে পৌনে ৬ হাজার বার।আনুশকা ভক্তরা তাকে আশীর্বাদ জানিয়েছেন, কেউবা শুভেচ্ছা। অনেকে আবার অনাগত শিশুর নামও দিয়ে ফেলেছেন। পরাগ তিওয়ারি নামে একজন লিখেছেন, ‘ছেলে হলে ক্রিকেটার, মেয়ে হয়ে অভিনেত্রী- নাম হবে আবিরুশকা।’

এর আগে ২০১৮ সালে আনুশকার মা হওয়ার গুজব ছড়ায়। ভারতীয় গণমাধ্যমগুলোও এ নিয়ে সংবাদ প্রকাশ করে। অনুশকার নতুন কোনো ছবিতে সই না করায় এবন গুজব ছড়ায় সে সময়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network