২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

নবীন শিক্ষার্থীদের বরণ করলো দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ

আপডেট: মার্চ ২, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন(ভোলা): দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ আবুল হাসেম মহাজন এর সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় কলেজ শিক্ষক-কর্মচারী বৃন্দ । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ এম.এ. মাজেদ সভাপতি গভর্নিং বডি দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ ও দক্ষিণ আইচা থানার অফিসার ইন চার্জ মোঃ শাখাওয়াত হোসেন, সম্মানিত অতিথি হিসেবে ছিলেন, চরমানিকা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রব মিয়া, চরমানিকা ইউপি চেয়ারম্যান শফিউল্লাহ হাওলাদার, অধ্যক্ষ নজরুল নগর ইউপি চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, ঢালচর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার, ঢালচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম বেপারী, চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শহীদ উল্যাহ, উত্তর চরআইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আমিন, উত্তর চরমানিকা লতিফিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও মো. সালাউদ্দিন, চরআইচা হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও মো. ফরহাদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রভাষক ও নবীন-প্রবীণ ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সামনে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। পরে উপস্থিত সবার সামনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network