২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১০ দফা দাবিতে কর্মচারীদের কর্ম বিরতি

আপডেট: নভেম্বর ১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপ-গ্রেডেশন, বেতন-ভাতা বৃদ্ধিসহ ১০ দফা দাবি না মানা পর্যন্ত কর্ম বিরতি ও অনশন শুরু করেছে তৃতীয় ও চতুর্থ শ্রেণি কর্মচারী পরিষদ।রবিবার সকাল ৯টা থেকে ক্যাম্পাসের প্রশাসনিক ভবন চত্বরে ৩ শতাধিক কর্মচারী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন কর্মচারী পরিষদের সভাপতি মো. মজিবুর রহমান মৃধা ও সাধারণ সম্পাদক মো. বদরুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, কর্মচারীদের সাথে কর্তৃপক্ষের বৈষম্যমূলক আচরণ কোনোভাবেই মেনে নেওয়ার সুযোগ নেই। এসব যৌক্তিক দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত কর্মচারীরা কেউ ঘরে ফিরে যাবে না। তাই লাগাতার কর্মসূচি চলবে।

কর্মচারীদের ১০ দফা দাবি মেনে নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন কর্মচারী পরিষদের নেতারা।দাবি না মানা হলে পরবর্তী সময়ে লাগাতার কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা করেন কর্মচারী পরিষদের সভাপতি মো. মজিবুর রহমান মৃধা।গত ২১ অক্টোবর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে দিনব্যাপী শুরু হয় কর্মচারী পরিষদের ১০ দফা দাবি আদায়ের লাগাতার কর্মসূচি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network