২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
খাগড়াছড়িতে সহস্রাধিক চাকমা নেতাকর্মীর বিএনপিতে যোগদান বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে

পটুয়াখালীতে গভীর রাতে ঘরে ঢুকে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

আপডেট: এপ্রিল ২৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালীর বাউফলে স্কুলছাত্রের হাতে খুন হয়েছে কালিশুরী ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র রেদোয়ান সিকদার (১৯)। এ সময় গুরুতর আহত হয় রেদোয়ানের অপর দুই ভাই নবম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ্ সিকদার ও ৬ষ্ট শ্রেণির মাদ্রাসা ছাত্র ফয়সাল সিকদার (১২)।

শনিবার দিনগত রাতের ঘটনায় নিহত রেদোয়ান উপজেলার কালীশুরী ইউনিয়নের শিবপুর গ্রামে নুরুল ইসলাম সিকদারের ছেলে। হত্যার ঘটনায় অভিযুক্ত ইমরান কালিশুরী এসএ ইনষ্টিটিউশন বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র এবং একই গ্রামের আলম খানের ছেলে। ঘটনার পর থেকেই ইমরনা পলাতক রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইমরানের মা সাহিদা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত রেদোয়ানের ভাবি রেশমা বেগম (২৫) জানান, (শবে বরাতের দিনে ৯ এপ্রিল) বাড়ির একই উঠানে কম্বল রোদে দেয়াকে কেন্দ্র করে ইমরানের মা সাহিদা বেগমের (৩৫) এর সাথে তার কথা ঝগড়া হয়। এক পর্যায়ে ইমরান ও রোদোয়ান এ নিয়ে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। এর জের ধরে শনিবার দিনগত রাত একটার দিকে ইমরান তাদের নির্মাধীন ঘরে ঢুকে কক্ষের দরজা বাহির থেকে আটকে দেয়। দুই ছোট আব্দুল্লাহ্ ও ফয়সালকে নিয়ে যে কক্ষে রেদোয়ান ঘুমায় সে কক্ষে প্রবেশ করে ধারলো দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়।একপর্যায়ে ফয়সাল দরজা খুলে দিলে তিনজনকে রক্তাক্ত অবস্থায় দেখে ডাক চিৎকার দিলে প্রতিবেশিসহ স্থানীয় ওয়ার্ড ইউপি সদস্য বাবুল হোসেন হাওলাদার এগিয়ে আসে। গুরুতর আহত অবস্থায় তিন ভাইকে ওই রাতেই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেদোয়ানকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য আব্দুল্লাহ্ ও ফসালকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, অতিরিক্ত রক্তক্ষরনের কারণে রেদোয়ানের মৃত্যু হয়েছে।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, অভিযুক্ত ইমরানের মা সাহিদা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। ইমরানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network