পটুয়াখালীতে শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে পুলিশের খাদ্য সামগ্রী বিতরণ
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের পুরাতন আদালত প্রাঙ্গনে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন পটুয়াখালী এসপি মোহাম্মদ মইনুল হাসান। এ সময় প্রত্যেককে দশ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি পেঁয়াজ, দুই কেজি ডাল এবং এক লিটার তেল দেয়া হয়। পুলিশের অ্যাডিশনাল এসপি শেখ বিল্লাল হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ আক্তার মোর্শদসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এসপি মইনুল হাসান বলেন, সকালে তার সরকারি বাস ভবনের সামনে খাদ্য সহায়তা পেতে একাধিক মানুষ জড়ো হয়। তাদের মধ্যে দৃষ্টি প্রতিবন্ধীও ছিল। নিজস্ব উদ্যোগে শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে খাদ্য...