পটুয়াখালী প্রতিনিধি:: করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে পটুয়াখালীর বিস্তীর্ণ এলাকার বেদেপল্লীতে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পুলিশ। এ সময় একাধিক পরিবারের মাঝে চাল, ডাল আলু, পেঁয়াজ ভোজ্য তেল বিতরণ করা হয়। শনিবার দুপুরে জেলার সদর উপজেলার লোহালিয়া ইউপিতে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন এসপি মোহাম্মদ মইনুল হাসান। পুলিশের অ্যাডিশনাল এসপি সদর সার্কেল মোহাম্মদ মুকিব হাসান খান, অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার শেখ বিল্লাহ হোসেন, সদর থানার ওসি আক্তার মোর্শেদ, সদর ফাঁড়ির পরিদর্শক দেলোয়ার হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এসপি মইনুল হাসান বলেন, গত বৃহস্পতিবার রাতে বেদে পল্লীর সরদার বাদল হোসেন ফোন করে অসহায়ত্বের কথা বলেন।...
পটুয়াখালী প্রতিনিধি:: করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে পটুয়াখালীর বিস্তীর্ণ এলাকার বেদেপল্লীতে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পুলিশ। এ সময় একাধিক পরিবারের মাঝে চাল, ডাল আলু, পেঁয়াজ ভোজ্য তেল বিতরণ করা হয়।
শনিবার দুপুরে জেলার সদর উপজেলার লোহালিয়া ইউপিতে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন এসপি মোহাম্মদ মইনুল হাসান।
পুলিশের অ্যাডিশনাল এসপি সদর সার্কেল মোহাম্মদ মুকিব হাসান খান, অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার শেখ বিল্লাহ হোসেন, সদর থানার ওসি আক্তার মোর্শেদ, সদর ফাঁড়ির পরিদর্শক দেলোয়ার হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এসপি মইনুল হাসান বলেন, গত বৃহস্পতিবার রাতে বেদে পল্লীর সরদার বাদল হোসেন ফোন করে অসহায়ত্বের কথা বলেন। তাই নিজস্ব উদ্যোগে শনিবার দুপুরে বেদে পল্লীর একাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়া ত্রাণ বিতরণের সময় বেদেপল্লীর শিশু ইমাম আব্দুল কারিকে আর্থিক সাহায্য প্রদান করেন এসপি। এর আগে ফোন কলে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। যা এখনও চলমান আছে বলে জানান এসপি।