আপডেট: নভেম্বর ৪, ২০২২
নিজস্ব প্রতিবেদক:: বরিশালে বিএনপির গণসমাবেশস্থলে জুমার নামাজ আদায় করেছেন নেতাকর্মীরা। শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু উদ্যানের মাঠে দুটি জামাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়ার মুক্তির দোয়া করেছেন তারা।
একটিতে ইমামতি করেন কলাপাড়া থেকে আসা বিএনপি কর্মী ইকরামুল আহসান।বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. মজিবর রহমান নান্টু বলেন, আমাদের ওপর যে নির্যাতন চালানো হচ্ছে তার একটি প্রত্যুত্তর হচ্ছে সকল পরিবহন ব্যবস্থা বন্ধ করে দেওয়ার পরও নেতাকর্মীদের ঢল নেমেছে। নেতাকর্মীরা রাতে মাঠে ঘুমিয়েছেন। দুপুরে জুমার নামাজ আমরা একসাথে আদায় করেছি। সেখানে স্বৈরাচার শাসন থেকে মুক্তি পেতে এবং আপসহীন নেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয়েছে।
এদিকে মাঠের বিভিন্ন অংশে দলবদ্ধ হয়ে বিভিন্ন মিছিল শ্লোগান দিতে দেখা গেছে জেলা উপজেলার নেতাকর্মীদের। কিছুক্ষণ পরপরই মাঠের বিভিন্ন দিক থেকে মিছিল শোনা যায়।গণসমাবেশ প্রস্তুতি কমিটির মিডিয়া বিষয়ক উপকমিটির সদস্য সচিব আবু নাসের মো. রহমাতুল্লাহ বলেন, নেতাকর্মীদের কিছু অংশ বরিশালে পৌঁছেছে। সকল বাধা উপেক্ষা করে কালকে জন-জোয়ার দেখবে দেশবাসী। অন্যায়ের বিরুদ্ধে মানুষ ঘর ছেড়ে বেড়িয়ে গেছে। সরকার পতন ছাড়া আমরা ঘরে ফিরব না।

