২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
খাগড়াছড়িতে সহস্রাধিক চাকমা নেতাকর্মীর বিএনপিতে যোগদান বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে

বাকেরগঞ্জে নাগরিক সেবা সুনিশ্চিত করতে কেমন মেয়র চাই ? 

আপডেট: ডিসেম্বর ২২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নাগরিক অভিমত কেমন মেয়র চাই ?

আগামী ২৮ ডিসেম্বর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের গণসংযোগ আর প্রচার-প্রচারণায় জমে উঠছে আসন্ন বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচন। পৌরসভার রাস্তাঘাট, অলিগলি ও পাড়া-মহল্লা এখন মিছিল, স্লোগানমুখর। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। চায়ের দোকান থেকে শুরু করে বসতবাড়িতেও এখন আলোচনার বিষয় শুধু নির্বাচন। প্রার্থীরা ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন তাদের নির্বাচনী এলাকা। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী অংশ নিয়েছেন।আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বর্তমান মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া ব্যাপক গণসংযোগ করে বেড়াচ্ছেন। পাশাপাশি সমানভাবে চালাচ্ছেন উঠান বৈঠক ও মাইকিং।যেহেতু মধ্যবর্তী অঞ্চল বাকেরগঞ্জ, সেহেতু-যোগ্য ব্যাক্তিত্বসম্পূর্ণ মানুষ আমরা চাই।আবেগ আর অন্য কোন ইস্যু কখনও দেশের মাতৃভূমির চেয়ে বড় কিছু নয়।দলমত ভেদাভেদ থাকতে পারে দেশ  ও উন্নায়নের ব্যাপারে আমরা এক ও অভিন্ন।অনেকে নির্বাচন আসলে ঢালাও ভাবে জ্যোতিষী হয়ে গননা করে দেন-ভোট কি হবে? আমার ভোট দেওয়া লাগবে না, ভোট তো হয়ে যাবে।ভোট আপনার অধিকার, আপনার ভোট আপনি দিবেন-

ধরেন-আপনার জায়গার আশেপাশে যখন মাপামাপি হয়-তখন  আপনি কি করেন?নাকি-ভোটের মত হাল ছেড়ে বসে থাকেন?যাই  হোক তর্কে নয়-ভাবুন, আমরা কেউ না কেউ পারি পরিবর্তন করতে।কারন  এই পৃথিবী মানুষের জন্য……মানুষই এটা দেখভাল করেন-

সময়ের প্রয়োজনে মানুষই সংশোধন করবে-আমরাই পরিবর্তন করব-অন্য গ্রহের জীব জন্ত্রর কিংবা ভিনদেশী কেউ আমাদের পরিবর্তন করে দিবে না।দুই টার্ম নির্বাচিত বর্তমান মেয়র-আপনাদেরই মেয়র।দোষে গুনে মানুষ হয়-তার বড় গুনাবলী হলও- স্পষ্টভাষী।কারো পিছনে নেই, তবে যে কারো সামনে থাকেন। সবচেয়ে বড় ব্যাপার হলও-তার বাকেরগঞ্জের বাহিরে আলাদা জীবন নেই।নেই কোন ইন্ডাস্ট্রি-তার ইন্ডাস্ট্রি বলতে -জনগনই।

যে কাজ করে তার ভুল-ত্রুটি কিন্তু হবে,আর যে কাজ করে না, তার ভুল-ত্রুটি হবার কোন সুযোগই নাই।তবে সমালোচনা করার যথেষ্ট সুযোগ থাকে।আবেগ নয় বিবেকের দ্বারসস্থ হয়ে আপনার ভোট আপনি দিন। বরিশালের উন্নায়ন না হওয়ার পিছনে বিশেষ কারন হলও-শুধুমাত্র এবার ছাড়া -যে সরকার ক্ষমতায় আসে-সেই সরকারের প্রতিনিধি হয় বিরোধীদলের এমপি,

যারাই মেয়র নির্বাচনে দাঁড়িয়েছেন সকলেই কিন্তু যোগ্য-কেউই অযোগ্য নয়- তবে আমরা চাই কাজ আর কাজ।আর সেই কাজ বর্তমান মেয়রের সক্ষমতার মধ্যেই নিহিত-

তাই মেয়র মহোদয় এর দল যেহেতু ক্ষমতায়- বর্তমানে পরিক্ষিত মেয়র, তাই মেয়র হিসাবে তাকেই সিলেক্ট করুন।

লেখক মোঃ মনিরুল ইসলাম সোহেল (জোমাদ্দার) বাকেরগঞ্জ, বরিশাল

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network