২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
খাগড়াছড়িতে সহস্রাধিক চাকমা নেতাকর্মীর বিএনপিতে যোগদান বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে

বাবকে ছাড়া ষোলটি বছর রোজা ও ঈদ!

আপডেট: মে ২, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি- অলিউল্লাহ খান ২০২১ সালের ঈদের দিনে তোলা -আপটেড নিউজ

 

২০০৬ সাল থেকে ২০২২  একুশটি বছর বাবাকে ছাড়া একা একা ঈদ পালন করা। কত কেঁদেছি এখনো কাদছি, কিন্তু আর আপনার সাথে ইফতার করা,ফজরের নামাজের পরে আত্মীয়-স্বজনদের কবর জিয়ারত করা, ঈদের নামাজ আদায় করা, ফিরনি সেমাই খাওয়া দুজনে কথা বলতে বলতে ঈদের মাঠে যাওয়া আমার আর সারা জীবনেও আসবে না।

আমার বাবার নাম মৃত মাওলানা শাহজাহান খান জন্মস্থান বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়ের সাহেবপুর গ্রামে, তিনি চরামদ্দি ইউনিয়ের বাদলপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক ছিলেন। সততা ও নিষ্ঠার সাথে বাদলপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে পাকস্থালী ক্যান্সারে আক্রান্ত হয়ে সাহেবপুর নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

বাস্তবতার আঘাতে, সব সময় আব্বুকে মনে করা হয় না ঠিকই। আব্বু মারা গেছে ১৬ বছর?—এই প্রশ্নের জবাব হয়তো একটু ভেবে, হিসাব করেই দিতে হয়,কিন্তু আব্বু নেই। এ কঠিন সত্যিটার মুখোমুখি প্রতিদিন হতে হয়। হতে হবে যতদিন বেঁচে থাকব। ইফতার করতে বসলেই মনে পড়ে সেই আব্বুর তুলতুলে কোমল হাত দিয়ে মুড়ি মাখানো, ইফতারের আগে আব্বু বাসার সবাইকে ডেকে ইফতারি সামনে নিয়ে বসা এবং দোয়া করা। বরিশালেএবং বাকেরগঞ্জে ঈদের কেনাকাটা করতে যাওয়া! আব্বু, আপনার এ ভালোবাসার মুল্য দিব কি দিয়ে? এই হতভাগারতো কোন যোগ্যতাই নেই।

ভালো থাকুক পৃথিবীর সকল বাবা আর ছায়া হয়ে পাশে থাকুক তাদের সন্তানদের। আমার মতো ১৬ বছর বয়সে আর যেন কেউ বাবাকে না হারায়, চোখের সামনে মায়ের স্বামী হারা আর্তনাদের কান্নাটা যেন না দেখতে হয়।

লেখক-অলিউল্লাহ খান
যুগ্ম বার্তা সম্পাদক- আপটেড নিউজ বিডি ২৪ ডটকম
সিনিয়ার রিপোর্টার – বরিশাল বাণী নিউজ পোর্টাল

 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network