২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে

আপডেট: এপ্রিল ১৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: মহামারী করোনাভাইরাস ২১০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে বিশ্বজুড়ে প্রাণহানি ১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে।মৃত্যুর সংখ্যা কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না।

করোনায় প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়াল্ড ওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার বিকাল পৌনে ৫ টা পর্যান্ত করোনাভাইরাসে সারা দুনিয়ায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৩৪ হাজার ৭৫৪ জন। মারা গেছেন ১ লাখ ২০ হাজার ৪৩৮ জন।তাদের মধ্যে বর্তমানে ১৩ লাখ ৫৯ হাজার ৯৮২ জন চিকিৎসাধীন এবং ৫১ হাজার ৭৬৪ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে চার লাখ ৪৫ হাজার পাঁচ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছে এবং এক লাখ ১৯ হাজার ৬৯২ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।করোনা থাবা বসিয়েছে বাংলাদেশেও।সবশেষ ২৪ ঘণ্টায় দেশে ৭জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১০১২ জন, মৃতের সংখ্যা ৪৬।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network