২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে গৌরনদীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক সন্দেহে মা’র’ধ’র, আহত-৬

বুকে ব্যাথা হওয়ার প্রধান কারন সমূহ…

আপডেট: মার্চ ১৩, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট ডেস্ক: হার্ট দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। বর্তমান পৃথিবীতে সবচেয়ে আলোচিত রোগ হলো হৃদরোগ। বিশেষভাবে হার্টে সমস্যা। যেটাকে ইস্কেমিক হার্ট ডিজিজ বলে। শুধু হার্টে সমস্যার কারণে বুকে ব্যথা নয়। অনেক কারণে বুকে ব্যথা হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হার্টে সমস্যার কারণে বুকে ব্যথা হওয়া। দুশ্চিন্তা বা মানসিক চাপের কারণেও হতে পারে বুকে ব্যথা। বুকে ব্যথা হার্ট অ্যাটাকের একটি লক্ষণও।

হার্টের রোগ :
হার্টের কিছু রোগ জন্মগতভাবে হয়ে, কিছু রোগ পরবর্তীতে হয়। জন্মগতভাবে শিশুর হার্টের মধ্যে ছিদ্র থাকতে পারে। হার্টের জিনিসগুলো এক জায়গায় না থেকে আরেক জায়গায় থাকতে পারে। অনেক সময় মানুষের হার্ট ফেইলিউর হতে পারে। অনেক কারণে হৃদপিণ্ডের কার্যক্ষমতা কমে যায়। যেমন: হার্ট অ্যাটাকের কারণে কমে যায়। অনেক সময় হার্টে কিছু অস্বাভাবিক হৃদস্পন্দন হয়, যেটিকে অ্যারিথমিয়া বলা হয়। যেমন: বুক ধড়পড় করা একটি অ্যারিথমিয়া।
হার্টের কিছু ইনফেকশন হয়। তার মধ্যে অন্যতম হলো রিউমেটিক ফিভার ( বাতজ্বর)। বাংলাদেশে দেশে ভালভুলার হার্ট ডিজিজের একটি অন্যতম কারণ হলো- রিউমেটিক ফিভার। এটি বর্তমানে কম হচ্ছে। বাতজ্বর যদিও জয়েন্টের রোগ কিন্তু বাতজ্বরের কামড় বাইট করে হার্টের মাঝে। ফলে হার্টের ইনফেকশন হতে পারে। হার্টের মায়োকার্ডাইটিস হতে পারে। হার্টের ফেরি কার্ডাইটিস হতে পারে। এগুলো হার্টের স্থায়ী রোগ।
কিছু কিছু আছে কার্ডিয়াক ডিজিজ স্থায়ী না কিন্তু হার্টের ডিজিজের মধ্যে পড়ে। যেমন: কারো যদি হাইপার টেনশন থাকে (অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ)। এটিও কিন্তু হার্টের সমস্যার কাছাকাছি। এটি হার্টে নানা সমস্যা তৈরি করতে পারে। ডায়াবেটিসকে হৃদরোগের সমতা বলা হয়। ডায়াবেটিস যাদের আছে তাদের হার্টের রোগ নাই। যাদের হার্টের রোগ আছে তাদের ডায়বেটিস নাই।

হার্টের যেসব সমস্যার কারণে বুকে ব্যথা হয়
বুকে ব্যথার অনেকগুলো কারণের মধ্যে হার্টের সমস্যা একটি। যেমন: ইস্কেমিক হার্ট ডিজিজ (যেখানে শরীরের একটি অংশে রক্ত প্রবাহ কমে যায়)। এটিকে স্থিতিশীল অবস্থায় অ্যাঞ্জাইনা (হৃৎপিণ্ডের পেশীতে রক্তপ্রবাহের অভাবের কারণে বুকে চাপবোধ বা ব্যথাবোধ করার ঘটনাকে বোঝায়) বলা হয়। আরেকটি হলো-অনেক সময় বুকে তীব্র ব্যথা অনুভূত হয়, রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়। যেটিকে সহজ ভাষায় হার্ট অ্যাটাক বলা হয়।
হার্টের কিছু ইনফেকশন হতে পারে, যেমন: পেরিকার্ডাইটিস হতে পারে, মায়োপেরিকার্ডাইটিস হতে পারে। যার কারণে বুকে ব্যথা হতে পারে। অনেক সময় কিছু ভালভুলার সমস্যার কারণে বুকে ব্যথা হতে পারে।
হার্টের খুব কাছাকাছি একটি বড় রক্তনালী থাকে, যেটিকে এওটা বলা হয়। এওটার কারণে মাঝে মাঝে বুকে ব্যথা হতে পারে। কারো এওটা একটু মোটা হয়ে যেতে থাকে। অনেক সময় এওটা ছিঁড়ে যায়, এটা থেকেও বুকে ব্যথা হতে পারে।
হার্ট অ্যাটাকের কিছু কিছু ব্যথা অনেক রোগী খুব একটা অনুভব করতে পারে না। যেমন: ডায়াবেটিসের রোগী যারা, তারা বুকে ব্যথা ওই রকম অনুভব করতে পারে না। অনেক সময় বুকে অস্বস্তিকর অনুভব করে, শ্বাস কষ্ট হয়, বুকটা হালকা চাপ লাগছে এরকম অনুভূত হয়। হার্টের সমস্যার কারণে বুকের ব্যথার লক্ষণগুলো এভাবে প্রকাশ পায়।
এ ছাড়াও বয়স্ক, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের বুকে ব্যথা হলে, সেটিকে হার্টে সমস্যা হিসেবে ধরে নিতে হবে। কারো হার্টের কারণে যদি বুকে ব্যথা হয়, দ্রুত হাসপাতাল যেতে হবে।

অন্য যেসব কারণে বুকে ব্যথা হয়
ফুসফুসের কিছু কারণে বুকে ব্যথা হতে পারে। যেমন: ফুসফুসের মধ্যে নিউমোনিয়া আক্রমণ করলে বুকে ব্যথা হতে পারে। ফুসফুসের প্রদাহের কারণে বুকে হতে পারে।
পালমোনারি ইনফেকশনের কাণে বুকে ব্যথা হতে পারে অর্থাৎ ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বুকে ব্যথা হয়।
মানুষের খাদ্যনালী হার্টের ঠিক পেছনে থাকে। খাদ্যনালীর কিছু কারণে বুকে ব্যথা হতে পারে। যেমন: গ্যাস্টিকের কারণে বুকে ব্যথা হয়।
কারো পাকস্থলি যদি দুর্বল থাকে এবং যাদের মেদভুঁড়ি বেশি, খাওয়ার পর শুয়ে যায়, তাদের কিছু খাবার পাকস্থলি থেকে খাদ্যনালীতে চলে আসে। এটির কারণে বুকে ব্যথা হতে পারে।
কিছু মাংশপেশির কারণে বুকে ব্যথা হতে পারে। বুকের মধ্যে কিছু মাংশ থাকে, যেটিকে রিপস বলে। রিপসের কিছু জয়েন্ট থাকে, সেখানে ইনফেকশন হয়ে বুকে ব্যথা হতে পারে।
স্কিনের কিছু কারণে বুকে ব্যথা হতে পারে। হারপিস জোস্টার নামে লাল লাল, দানা দানা হয়। এটির কারণে প্রচণ্ড বুকে ব্যথা হতে পারে।

দুর্ঘটনা ও অন্যকোনো কারণে ব্যথা পেলে বুকে ব্যথা হতে পারে।
দুশ্চিন্তার কারণে বুকে ব্যথা হয়। রোগীর কোনো সমস্যা নাই কিন্তু খুব বেশি চিন্তা করছে। এ কারণে বুকে হতে পারে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network