মানবাধিকার নেতাকে উপহার দেওয়া হলো কবি এমরান এর লেখা কাব্যগ্রন্থ “জীবন এক জলকণা”
আপডেট: মে ১৫, ২০২০
ফেইসবুক শেয়ার করুন
মানবাধিকার নেতাকে উপহার দেওয়া হলো কবি এমরান এর লেখা কাব্যগ্রন্থ “জীবন এক জলকণা”
আপডেট:
Photo Card
Preview
মানবাধিকার নেতাকে উপহার দেওয়া হলো কবি এমরান এর লেখা কাব্যগ্রন্থ “জীবন এক জলকণা”
আপডেট নিউজ :: কবি মোহাম্মদ এমরান এর লেখা ‘জীবন এক জলকণা’ কাব্যগ্রন্থটি তুলে দেওয়া হয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন এর গভর্নর মাহমুদুল হক খান মামুনের হাতে। গতকাল কবি নিজেই তাকে উপহার হিসেবে বইটি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ও জেলার সাধারণ সম্পাদক কাজী আল মামুন, ডেপুটি গভর্নর ও মহানগর সভাপতি আবু মাসুম ফয়সাল, মহানগর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, আঞ্চলিক সভাপতি জে. এইচ. সুমন, উপজেলা সভাপতি হাজী শামীম সহ জেলা ও মহানগরের সিনিয়র নেতৃবৃন্দ! উপস্হিত সকলের প্রতি কৃতজ্ঞ চিত্বে অান্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা-সহ শুভ কামনা জানিয়েছেন কবি মোহাম্মদ এমরান।
৭
আপডেট নিউজ :: কবি মোহাম্মদ এমরান এর লেখা ‘জীবন এক জলকণা’ কাব্যগ্রন্থটি তুলে দেওয়া হয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন এর গভর্নর মাহমুদুল হক খান মামুনের হাতে। গতকাল কবি নিজেই তাকে উপহার হিসেবে বইটি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ও জেলার সাধারণ সম্পাদক কাজী আল মামুন, ডেপুটি গভর্নর ও মহানগর সভাপতি আবু মাসুম ফয়সাল, মহানগর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, আঞ্চলিক সভাপতি জে. এইচ. সুমন, উপজেলা সভাপতি হাজী শামীম সহ জেলা ও মহানগরের সিনিয়র নেতৃবৃন্দ!
উপস্হিত সকলের প্রতি কৃতজ্ঞ চিত্বে অান্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা-সহ শুভ কামনা জানিয়েছেন কবি মোহাম্মদ এমরান।