আপডেট: অক্টোবর ৪, ২০২০
টানা তিন ম্যাচে ব্যর্থতার পর কথা বলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলির ব্যাট।প্রথম তিন ম্যাচ মিলে সব মিলিয়ে মাত্র ১৮ রান করলেও শুক্রবার রাতে খেললেন ৫৩ বলে ৭২ রানের ইনিংস।
তবে শনিবার রাতে দলের জয়ে কোনো অবদানই রাখতে পারলেন না কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিক।দিল্লি ক্যাপিট্যালসের দেয়া ২২৯ রানের টার্গেট পূরণের লক্ষ্যে কার্তিক করেছেন মাত্র ৮ বলে ৬ রান।
আসরের প্রথম ম্যাচে ২৩ বলে ৩০ ছাড়া বলার মতো কোনো ইনিংস নেই তার। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে কার্তিকের রান যথাক্রমে ৩ বলে ০ ও ৩ বলে ১ রান।
সব মিলিয়ে চার ম্যাচে ৩৭ বল খেলে দীনেশ কার্তিকের সংগ্রহ মাত্র ৩৭ রান।কলকাতার পরাজয় ও অধিনায়কের এমন পারফরম্যান্সে ক্ষুব্ধ সমর্থকরা।ইতিমধ্যে কার্তিককে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় উঠেছে।
শুধু তাই নয়, দীনেশ কার্তিককে সরিয়ে বিশ্বকাপজয়ী অধিনায়ক এউইন মরগানকে দায়িত্ব দিতে বলেছেন কেউ কেউ।এমন দাবি ভারতের হয়ে দুটি বিশ্বকাপ জেতা পেসার শ্রীশান্তের।
টুইটারে তিনি লিখেছেন, ‘আমি সত্যিই মনে করি, এউইন মরগানের উচিত কলকাতার নেতৃত্ব দেয়া। বিশ্বকাপজয়ী অধিনায়কের অবশ্যই আইপিএলে অধিনায়ক থাকা উচিত। আশা করি কলকাতা বিষয়টি ভাববে এবং শিগগিরই অধিনায়ক বদল করবে। এমন একজনকে দেবে যে কিনা রোহিত, কোহলিদের মতো সামনে থেকে নেতৃত্ব দিতে পারবে।’

