আপডেট: আগস্ট ১৭, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের সব সরকারি কর্মকর্তাদের জন্য ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করে তালেবান আহ্বান জানিয়েছে, তারা যেন সম্পূর্ণ আস্থার সঙ্গে কাজে ফিরে আসেন। আজ মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এই তথ্য জানা গেছে।
তালেবানের বিবৃতি উদ্ধৃত এএফপি বলছে, ’সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হচ্ছে…সুতরাং আপনারা সম্পূর্ণ আস্থার সঙ্গে নিয়মিত জীবনযাত্রা শুরু করতে পারেন।’
যারা সাবেক সরকার বা পশ্চিমা সংস্থাগুলোর সঙ্গে কাজ করেছে, যেমন যুক্তরাষ্ট্রের বাহিনীর জন্য যারা অনুবাদক হিসেবে কাজ করেছে, তাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে, আফগানিস্তানে ছড়িয়ে পড়া এমন ভীতির মধ্যে তালেবানের এই ঘোষণা এলো।
নিষ্ঠুর শাস্তি দেওয়ার জন্য তালেবানের পরিচিতি আছে, যার অনেকগুলো যুদ্ধাপরাধের মধ্যেও পড়ে- যদিও তালেবান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছে। সূত্র: বিবিসি।

