২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে গৌরনদীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক সন্দেহে মা’র’ধ’র, আহত-৬

সাগরকন্যা কুয়াকাটায় পর্যটকের ঢল

আপডেট: জুলাই ১১, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: ঈদুল আজহার দ্বিতীয় দিনে সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকের ঢল নেমেছে। পদ্মা সেতু চালু হওয়ার পর ঈদের ছুটি উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। তাদের পদচারণে সরগরম হয়ে উঠছে সৈকতের চারপাশ।

ফেরিবিহীন কুয়াকাটা ভ্রমণে এবারের ঈদে ব্যাপক পর্যটকের ভিড় লক্ষ করা যায়। তাই কুয়াকাটার একাধিক পর্যটন স্পটে পর্যটকদের ভিড় বাড়ছে। এরই মধ্যে ৮০ থেকে ৯০ শতাংশ হোটেল-মোটেল কক্ষ বুকিং হয়ে গেছে। সেসব পর্যটক ইতিমধ্যে আসতে শুরু করছে বলে জানিয়েছে হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন।

এদিকে পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা ও সেবা দিতে প্রস্তুতি নিয়েছে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পৌর কর্তৃপক্ষ।

কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্ব ও পশ্চিমে মনোমুগ্ধকর ১৮ কিলোমিটার বেলাভূমি রয়েছে ইতিহাস-ঐতিহ্যের নানা স্থাপত্য নিদর্শন। পর্যটকরা এখানকার নারিকেল বিথী, জাতীয় উদ্যান (ইকোপার্ক), শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, সীমা বৌদ্ধ বিহার ঘুরে দেখেন। এ ছাড়া কুয়াকাটার পশ্চিমে সমুদ্র পথে ফাতরার বন, গঙ্গামতি, লাল কাঁকড়ার চর, কাউয়ার চর, লেম্বুর চর, শুটকিপল্লিও ভ্রমণপিপাসুদের আগ্রহের কেন্দ্রে রয়েছে।

পরিবার-পরিজন নিয়ে এসব নয়নাভিরাম এসব দৃশ্য উপভোগ করা ও সৈকতে ছাতার নিচে বসে সমুদ্রের উত্তাল ঢেউ অবলোকনের সুযোগ হাতছাড়া করছেন না ভ্রমণপিপাসুরা। পদ্মা সেতু চালু হওয়ার ফলে পর্যটকদের কুয়াকাটা ভ্রমণে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঢাকা থেকে ঘুরতে আসা কাজী রফিক ও আয়েশা দম্পতি জানান, এবারের ঈদ আনন্দ উপভোগ করতে পদ্মা সেতু পার হয়ে সপরিবার কুয়াকাটা এসেছি। এখানকার পরিবেশটা খুব সুন্দর। খুব ভালো লেগেছে। এক কথায় বলা যায় কুয়াকাটা সমুদ্রসৈকত অসাধারণ একটি জায়গা। বারবার আসতে ইচ্ছে করে।

কুয়াকাটা অভিজাত হোটেল সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাসের সহকারী জেনারেল ম্যানেজার আল আমিন খান উজ্জল জানান, পর্যটক বরণে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ ধুয়েমুছে প্রস্তুত করা হয়েছে। তিনি আরও জানান, ইতোমধ্যে তাদের ভিলা ও রিসোর্টের বেশির ভাগ রুম বুকিং হয়ে গেছে। এখনো অনেক পর্যটক রুমের জন্য যোগাযোগ করছেন।

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান, প্রতিবছরের মতো এবার ঈদুল আজহার ছুটিতে অগণিত পর্যটকের সমাগম হবে। ইতোমধ্যে হোটেল, মোটেল ও রিসোর্টগুলোর ৮০ ভাগ রুম অগ্রিম বুকিং হয়ে গেছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, আগত পর্যটকদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের পাশপাশি জেলা পুলিশ দায়িত্ব পালন করছে। সব মিলিয়ে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে কুয়াকাটা ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সৈকতে ফায়ার সার্ভিসের টিম রয়েছে বলে জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network