আপডেট: নভেম্বর ২৪, ২০২১
আপডেট নিউজ,কুয়াকাটা: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ডাকাত সন্দেহ সাত ব্যক্তিকে মারধরের পর পুলিশে দিয়েছেন স্থানীয় জেলেরা।বুধবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে সাগর থেকে নামবিহীন একটি ট্রলার থেকে আটকের পর তাদের পুলিশে দেওয়া হয়। পরে পুলিশ জানতে পারে তারা জলদস্যুর কবলে পড়া জেলে।
আটকরা হলেন- বরগুনার হাড়িটানার নেছার খান (৪০), তাফালবাড়িয়ার কামাল আকন (৩৫), জামাল (৩২), পিরোজপুরের গোলবাতির হেলাল ফকির (২১), চরখালীর জাহাঙ্গীর হোসেন (৪৫), বাগের হাটের রাজাপুরের লোকমান খান (৬২) ও নলবুনিয়ার জাকির খান (৩৮)।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব মন্ডল বলেন, সাগরে ডাকাতের একটি ট্রলার দেখা যাচ্ছে এমন খবরে একটি টিম নিয়ে আমি কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে যাই। সেখানে গিয়ে দেখি সাতজনকে ডাকাত সন্দেহে আটক করে রাখেন স্থানীয় জেলেরা। পরে আমরা জানতে পারি তারা জেলে। জলদস্যুর হাতে মারধরের শিকার হয়েছেন তারা। আজও ডাকাত সন্দেহে তাদের মারধর করেন স্থানীয় জেলেরা।
তিনি আরও বলেন, এদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা আমাদের হেফাজতে আছে। এ সাতজন বিভিন্ন জায়গার বিভিন্ন ট্রলারের। ধারণা করা হচ্ছে জলদস্যুরা মুক্তিপণ নিয়ে মঙ্গলবার তাদের একটি ট্রলারে উঠিয়ে দেয়। তাদের ব্যাপারে খোঁজ-খবর নিচ্ছি। সঠিক তথ্য পাওয়ার পর আইনানুসারে ব্যবস্থা নিবো।

