আপডেট: জানুয়ারি ৩১, ২০২৬
সাইফুল ইসলাম:: বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জামায়াত মনোনিত দাঁড়িপাল্লা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেছেন, বরিশাল জেলার মধ্যে উন্নয়নবঞ্চিত অন্যতম উপজেলা বাকেরগঞ্জ। ইতিপূর্বে এখানে অনেক এমপি মন্ত্রী বদলেছে কিন্ত বাকেরগঞ্জবাসীর ভাগ্য বদলায়নি। তাই এবার হবে বাকেরগঞ্জবাসী ভাগ্য নির্ধারনের ভোট।
৩১ জানুয়ারী (শনিবার) উপজেলার ফরিদপুর ইউনিয়নের তীব্র নদী ভাঙ্গন কবলিত রঘুনাথপুর এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
স্থানীয় জনগণের উদ্দেশ্যে মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেন, “বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়নের মানুষের দুঃখ এই নদী ভাঙ্গন। বছরের পর বছর মানুষ ভিটেমাটি হারাচ্ছে। জামায়াতে ইসলামী যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে এবং আপনারা যদি আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেন, তবে অগ্রাধিকার ভিত্তিতে এই এলাকার নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় সকল কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।”
সরেজমিনে পরিদর্শনের সময় তিনি নদী গর্ভে বিলীন হতে যাওয়া জনবসতি ও ফসলি জমি ঘুরে দেখেন এবং ভাঙ্গন কবলিত অসহায় মানুষের খোঁজখবর নেন। দীর্ঘদিনের এই সমস্যায় জর্জরিত স্থানীয় বাসিন্দারা এ সময় তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন।
স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ তার সাথে তখন উপস্থিত ছিলেন।

