২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে গৌরনদীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক সন্দেহে মা’র’ধ’র, আহত-৬ বাকেরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি দোকান পুড়ে ছাই দুধ দিয়ে গোসল করে বিএনপি ছেড়ে ৩০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান হিজলা-মেহেন্দিগঞ্জের প্রান্তিক ভোটাররা ঝুঁকছেন দাঁড়িপাল্লার দিকে বেয়াদবি করলে আগুনের ফুলকি দেখতে পাবা: ডা. শফিকুর রহমান গৌরনদী বার্থী ইউনিয়নে জহির উদ্দিন স্বপনের ব্যাপক গণসংযোগ বাকেরগঞ্জের ইউএনও, সার্কেল এএসপি ও পুলিশ ফাঁড়ির ইনচার্জদের প্রত্যাহারের দাবি

ক্ষমতা কোনো মামুর বাড়ির বিষয় নয়: ডা. শফিকুর রহমান

আপডেট: জানুয়ারি ১৭, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতা কোনো মামুর বাড়ির বিষয় নয়। ক্ষমতা জাতির পক্ষ থেকে বিশাল আমানত। ক্ষমতা দিয়ে আল্লাহ কাউকে কাউকে পরীক্ষা করেন আবার কাউকে কাউকে সাহায্য করেন। কাউকে অভিশপ্ত করেন কাউকে অভিনন্দিত করেন। শুক্রবার (১৭ই জানুয়ারি ২০২৫) বিকালে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, আল্লাহ যাকে চান তাকে একটু ক্ষমতা দেন। আবার যখন বাড়াবাড়ি হয় তখন ঘাড়ে ঠিকমতো ধরে ক্ষমতা কেড়ে নেন। যে পুলিশ একসময় বাধ্য হয়েছে একবারের জায়গায় তিনবার স্যালু্ট দিতে সেই পুলিশই আবার এখন হাতে হ্যান্ডকাপ লাগাচ্ছে। এটা আল্লাহর বিধান।

তিনি বলেন, আগে সাংবাদিকদের বিভিন্ন ধরনের মিথ্যা খবর সরবরাহ করতে বাধ্য করা হয়েছে। অবশ্য এক্ষেত্রে কিছু দলবাজ থাকতেই পারে। তবে আমরা চাই মিডিয়া এখন থেকে কালোকে কালো বলবে সাদাকে সাদা বলবে। চোখে চোখ রেখে সংবাদ পরিবেশন করবে। কিন্তু এখনও বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে খবর আসে কোনো চাঁদাবাজের বিরুদ্ধে যখন কোনো সাংবাদিক বন্ধু সত্য খবর তুলে ধরেন তখন তাকে হত্যার হুমকি দেওয়া হয়। দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। মাঝে মাঝে সেসব অভিও-ভিডিও সামাজিক মিডিয়ায় চলেও আসে। খারাপ হলে গাছ কাটা পড়েছে কিন্তু আগাছা রয়ে গেছে। এগুলোকে পরিষ্কার করা হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, অনেকে মনে করেন এখনও আগের জমানা আছে। যখন তাদেরকে কোর্ট বা কাস্টডি থেকে নেওয়া হয় তখন তারা মাথা গরম করে কথা বলে। এখন আর মাথা গরম করে লাভ নেই। এখন জাতির মধ্যে বীর সন্তানদের জন্ম হয়ে গেছে। আন্দোলনের সময় তাঁরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। রক্ত গরম হলেও মাথা ঠান্ডা রেখেছে। কাপুরুষ এবং চোরের দল এখন সুবিধা করতে পারবে না ইনশাআল্লাহ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আমির মো. রহুল আমিনের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. মোবারক হোসাইন। এছাড়া বক্তব্য রাখেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম প্রধান খন্দকার আলী মোহসিন, যশোর জেলা আমির গোলাম রসুল, ঝিনাইদহ জেলা আমির মুহা. আলী আজম, কুষ্টিয়া জেলা আমির আবুল হাসেম ও মেহেরপুর জেলা আমির তাজ উদ্দীন খাঁন।

সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ ও মো. আব্দুল কাদের, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলার আহ্বায়ক আসলাম অর্ক ও ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ। সম্মেলন সফল করতে শুক্রবার সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকার নেতাকর্মীরা টাউন ফুটবল মাঠে উপস্থিত হতে থাকেন। দুপুরের আগেই মাঠ জনসমুদ্রে পরিণত হয়। কর্মী সম্মেলন পরিচালনা করেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network