২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
খাগড়াছড়িতে সহস্রাধিক চাকমা নেতাকর্মীর বিএনপিতে যোগদান বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে

জল্পনা-কল্পনার অবসান, চুয়াডাঙ্গার দুটি আসনেই আ.লীগের প্রার্থী অপরিবর্তিত

আপডেট: নভেম্বর ২৬, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

সোলায়মান হক জোয়ার্দ্দার ।। হাজি আলী আজগার টগর

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চুয়াডাঙ্গা-১ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এবং চুয়াডাঙ্গা-২ আসনে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হাজি মো. আলী আজগার টগর বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়েছেন। তাঁরা দুজনেই ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন।

রবিবার (২৬শে নভেম্বর ২০২৩ খ্রি.) গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের নৌকার মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় করেন। এরপর বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ২৯৮ আসনে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এদিকে প্রিয় নেতাদের মনোনয়ন নিশ্চিতের খবরে নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। চিন্তামুক্ত হয়ে অনেক নেতাকর্মীই শুকরিয়া আদায় করেছেন মহান আল্লাহর দরবারে। চুয়াডাঙ্গার দুটি আসন থেকে প্রায় ৩ ডজন নেতা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তবে মনোনয়ন বোর্ড মনোনয়ন প্রত্যাশীদের বিষয়ে সকল প্রকার তথ্য যাচাই-বাছাই শেষে আগের প্রার্থীদের উপরই আস্থা রেখে নাম ঘোষণা করেছেন।

বিগত কিছুদিন ধরেই জেলাজুড়ে আলোচনার প্রধান বিষয় ছিলো কে পাচ্ছেন চুয়াডাঙ্গা ১ ও ২ আসনের মনোনয়ন। পছন্দের প্রার্থীর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া হচ্ছিলো মনোনয়ন কনফার্মের পোস্ট। আসছে নতুন মুখ এমন পোস্টেরও ছিলো ছড়াছড়ি। চায়ের দোকানগুলোতে উঠছিলো আলোচনার ঝড়। অনেকেই পছন্দের প্রার্থীর পক্ষে বাজি ধরতেও ছিলেন রাজি। কিন্তু সকল প্রশ্নের জবাব পাওয়া গেলো আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার মধ্য দিয়ে।

উল্লেখ্য, আগামী ৭ই জানুয়ারি সারাদেশের ৩০০ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন রয়েছে বদ্ধপরিকর। তবে বিএনপি-জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করবে না এমন তথ্যই এখনও পর্যন্ত পাওয়া গেছে।

প্রতিবেদক: আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network